The inaugural episode of the podcast - Episode 1, Season One, September, 2020. Rajib and Rudra talk briefly about the who, what, and why of this podcast.
When we re-released this episode in the process of putting our podcast on YouTube, we started with an additional few sentences to explain the situation; you can find that prelude at the end of this page.
রাজীবঃ নমস্কার। "গল্পকথার আসর"-এ যোগদানের জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি রাজীব ঘোষ।
রুদ্রঃ আমি রুদ্র দত্ত।
রাজীবঃ আমাদের গল্প পড়া শুরুর আগে দু একটা কথা বলে নিই।
রুদ্রঃ কলকাতায় জন্ম ও বড়ো হলেও আমাদের দুজনেরই জীবনের দীর্ঘ-তর সময় কেটেছে মার্কিন প্রবাসে। তবু আমাদের মনের গভীরে আর পাঁচজন বাঙালির মতই শিকড়ের টান অমলিন।
রাজীবঃ তবু আপনাদের মনে হতেই পারে এই দুই মাঝবয়েসি-র মনে কি মধ্য বয়েসের হাহাকার জুটেছে - মানে ওই কি পাই নি তার হিসাব মেলানোর দোটানা?
রুদ্রঃ মানে এরকম যে হয় না তা তো নয়, এমনটা আখছারই হচ্ছে। আমাদের এই গল্প পড়ার প্রয়াসটাতে সেই হাহাকার কতটা আছে বলতে পারি না কিন্তু ছেলেবেলার গল্পগুলোকে কখনো আবার করে, কিম্বা কখনো প্রথম বার, পড়ার ইচ্ছেটা যে প্রবল ভাবে আছে এ কথা হলফ করে বলতে পারি।
রাজীবঃ আর তাই মনে হল যে এই সব গল্প কে যদি ধ্বনির মাধ্যমে উৎসুক শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে কেমন হয়? বাংলা সাহিত্যের কিছু উজ্জ্বল ব্যক্তিগত স্মৃতি হাতড়ে, যাঁরা আগে পড়েছেন তাঁদের পুরনো ভালো লাগাকে জাগিয়ে তোলা, আর যাঁরা পড়েন নি তাঁদের কাছে নতুন আবিষ্কার হিসেবে তুলে ধরা - এটা করতে পারলে আমরা তো বর্তে যাই । সেই ধারণা আর কিছু বন্ধু বান্ধব শুভাকাঙ্খী গুণী মানুষের অনুপ্রেরণা নিয়ে আমরা শুরু করছি আমাদের গল্প কথার আসর।
রুদ্রঃ সাহিত্যের নাট্যায়ন নয় - সাহিত্যিকদের সৃষ্টির যথাযথ প্রতিফলন, ও সংরক্ষণই আমাদের এই প্রচেষ্টার উদ্দেশ্য । তাও, গল্প পাঠের মধ্যে আমরা কিছুটা স্বাতন্ত্র্য আনতে চেষ্টা করেছি, ওই পুরনো মদ কে নতুন বোতলে ভরা যাকে বলে। আমাদের প্রচেষ্টাতে ভুল ত্রুটি থাকতে পারে, শুভানুধ্যা়য়ীদের কাছে অনুরোধ নিজ গুণে ক্ষমা করে দেবেন।
রাজীবঃ গল্প পাঠ পরের বার থেকে শুরু । আজকেরটা শুধুই গৌরচন্দ্রিকা । সেই গৌরচন্দ্রিকা শেষ করার আগে আর কয়েকটা কথা । শ্রোতা বন্ধুরা কেউ কেউ হয়তো ভাবছেন - কিরকম গল্প পড়ার কথা আমরা চিন্তা করছি ? মানে, তাঁরা আমাদের এই পডকাস্টে কি কি ধরণের গল্প শুনবেন বলে আশা করতে পারেন?
রুদ্রঃ ছোটোদের গল্প, বড়দের গল্প, সামাজিক, বিজ্ঞানভিত্তিক, রম্যরচনা... বাংলা সাহিত্যে তো যাকে বলে প্রাচুর্যের প্রবলেম । তারপর পূর্ণাঙ্গ উপন্যাস থেকে শুরু করে বড় গল্প, প্রবন্ধ, ছোটো গল্প, মায় অনুগল্প, সবরকমই আছে - আর আছে কবিতা, হাইকু থেকে মহাকাব্য সব সাইজের ।
রাজীবঃ আমরা তার সব কিছু থেকেই একটু একটু নেবো । বিভিন্ন স্বাদের, বিভিন্ন রুচির, বিভিন্ন দৈর্ঘ্যের সাহিত্য পাঠ করবো, যখন যেরকম সম্ভব । তবে উপন্যাস পাঠ করার সময় আমরা এক-একবারে এক-এক পরিচ্ছেদ পাঠ করার কথাই ভেবেছি ।
রুদ্রঃ আর ছোটো গল্প হলে এক-একবারে এক-একটা পুরো গল্প পাঠ করবো । অনুগল্প বা কবিতা হলে, একই এপিসোডে একাধিকও পড়তে পারি ।
রাজীবঃ একটা উপন্যাস ধরলে, তার সবকটা পরিচ্ছদ অবশ্যই ক্রমানুসারে পাঠ করবো - তবে বিভিন্ন পরিচ্ছেদের ফাঁকে ফাঁকে অন্য গল্পও শোনাতে পারি ।
রুদ্রঃ আমাদের সবকটা প্রকাশিত এপিসোডের কোনটায় কি রয়েছে, সেটা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন যে কোনো সময়ে । যদি বিশেষ কিছু শোনার আগ্রহ থাকে, আমাদের অবশ্যই জানাবেন - আমরা নিশ্চয়ই চেষ্টা করবো সেইসব অনুরোধ রাখার ।
রাজীবঃ আচ্ছা । এবার শেষ একটা কথা বলে বিদায় নিই । আগেই বলেছি, আমাদের পাঠের মধ্যে কিছু স্বাতন্ত্র্য আনতে চেষ্টা করেছি - কথাশিল্পীদের সৃষ্ট মদিরা আমাদের নিজেদের মনের সুরাপাত্রে ভরে ।
রুদ্রঃ অর্থাৎ, যা যা পড়ছি, তা আমাদের নিজেদের মনে যে অনুভূতি জাগিয়ে তুলেছে, তার অনুরণন সুধী শ্রোতাদের মনে পৌঁছে দেওয়াই আমাদের কাজ বলে আমরা মনে করেছি । তাই, আমাদের মনে যা গভীর ভাবে দাগ কেটেছে, সেইসব সাহিত্যই আমাদের বিষয়বস্তু ।
রাজীবঃ সেইজন্য, আমরা কিছু কিছু পাঠের গোড়ায় সেই পাঠের সঙ্গে আমাদের নিজেদের ব্যক্তিগত যোগাযোগের কথা বলব - একান্তই নিজেদের মনের কথা ।
রুদ্রঃ যদিও পাঠই আমাদের প্রধান উদ্দেশ্য, এইটুকু বন্ধুত্বের আবদার শ্রোতাবন্ধুরা আমাদের ক্ষমা করবেন আশা করি ।
রাজীবঃ তাহলে আজকে আসি ।
রুদ্রঃ পরের বার থেকে গল্পের আসর জমে উঠবে আপনাদের সবার উপস্থিতিতে আশা করি । আর আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ইমেইল golpokotharasor@gmail.com ।
Re-intro for YouTube:
রাজীবঃ নমস্কার, শ্রোতাবন্ধুরা, গল্প-কথার আসর পডকাস্টে আপনাদের স্বাগতম ! আমি রাজীব ঘোষ ।
রুদ্রঃ আর আমি রুদ্র দত্ত । আমাদের এই যে পডকাস্ট - যার নাম গল্প-কথার আসর - তার আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ । আজকের এই এপিসোডটি বিশেষ তাৎপর্যময় ।
রাজীবঃ এই পডকাস্ট আমরা আরম্ভ করি প্রায় তিন বছর আগে । তার পর আজ অবধি আমরা আড়াইশোর কিছু বেশী এপিসোড প্রকাশ করেছি । কিন্তু আমাদের পডকাস্ট iTunes, Audible, Google Podcast, বা এই জাতীয় কোনো audio app-এর মাধ্যমেই শোনা সম্ভব ছিলো ।
রুদ্রঃ আজ আমাদের ইউটিউবে প্রথম পদার্পণ । তাই এক হিসেবে, আজ আমাদের পডকাস্টের প্রথম এপিসোড !
রাজীবঃ কিন্তু আমাদের পডকাস্টের এই পর্যন্ত প্রকাশিত এপিসোডগুলির তো এক-দুই-তিন করে নম্বর আগে থেকেই দেওয়া আছে । আর আজ, হঠাৎ যদি বলি, আমাদের দুশো-তেষট্টি নম্বর এপিসোডটি আবার ইউটিউবের হিসেবে এক নম্বর, দুশো-চৌষট্টি নম্বরটি ইউটিউবের হিসেবে দুই নম্বর, ইত্যাদি - তাহলে শ্রোতাবন্ধুদের কেন, আমাদের নিজেদেরও একটু গুলিয়ে যাবার সম্ভাবনা !
রুদ্রঃ আবার যদি হঠাৎ ইউটিউবে একটি নতুন পডকাস্ট দুশো-তেষট্টি নম্বর এপিসোড থেকে প্রকাশ করা আরম্ভ করি, তাহলেও শ্রোতাদের বিভ্রান্তি হতে পারে, একটু বিরক্তিও হতে পারে - এরকম মাঝখান থেকে আরম্ভ করার জন্য । তার থেকেও বড় কথা, এই তিন বছর ধরে আমরা অনেক প্রিয় গল্প পাঠ করেছি, কোনো কোনো এপিসোডে আমাদের আপন কথা শ্রোতাবন্ধুদের জানানোর চেষ্টা করেছি - সেগুলি আপনাদের কাছে উপস্থিত করতে না পারলে তো আমাদের নিজেদেরই আপশোস ।
রাজীবঃ তাই সব ভেবেচিন্তে ঠিক করলাম, ইউটিউবে আমাদের প্রথম থেকে আরম্ভ করে সবকটি এপিসোডই তুলে দেবো । অর্থাৎ ইউটিউবে আমাদের প্রথম এপিসোড হবে ২০২০ সালে প্রকাশিত সেই এপিসোডটি, যেটি দিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছিলো । তার পর এক এক করে যেরকম প্রকাশ হয়েছিলো, ঠিক সেই ভাবে সেই এপিসোডগুলি প্রকাশ করবো এখানেও । সমস্ত এপিসোডই অবিকল একরকম থাকবে - কেবল একদম প্রথম এপিসোডের আগে জুড়ে দেবো একটু প্রাককথন - এই নতুন করে শুরু করার ব্যাপারটা একটু বলে নিতে ।
রুদ্রঃ শুনছেন সেই এপিসোডটিই । আমাদের সেই প্রথম এপিসোডের পর থেকে এই পডকাস্টে আমাদের দুজনের সঙ্গে যোগদান করেছেন আরো কিছু কথক, আমরা নানা স্বাদের নানা বর্ণের গল্প পাঠ করেছি, কিছু পূর্ণাঙ্গ উপন্যাসও একাধিক এপিসোডের মাধ্যমে পাঠ করেছি ।
রাজীবঃ একে একে তার সবগুলিই এখানে প্রকাশ হবে, ঠিক কতদিনে বলতে পারি না, কিছুটা ইউটিউবের নিয়মের উপর নির্ভর করবে, কিন্তু আমরা যত শীঘ্র পারি তাই করবো । আর একবার অতীত এপিসোডগুলির সব প্রকাশ হয়ে গেলে, আমাদের নতুন এপিসোড যেমন যেমন audio app-এ প্রকাশ হবে, একই সঙ্গে ইউটিউবেও প্রকাশ করবো । আশা করি আমাদের এই যাত্রায় আপনারা সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন, আমাদের পডকাস্টের বিবর্তন নিজেরাই প্রত্যক্ষ করবেন ।
রুদ্রঃ ইতিমধ্যে আমাদের পডকাস্ট সম্বন্ধে আরও জানতে হলে, বা আমাদের সমস্ত এপিসোডের তালিকা পেতে হলে, বা তার যে কোনোটি শুনতে হলে, আসতে পারেন আমাদের ওয়েবসাইটে - গল্পকথার আসর ডট্ অর্গ ।
রাজীবঃ একটা কথা জানিয়ে রাখি - আমাদের এই পডকাস্ট সম্পূর্ণ অবাণিজ্যিক, মানে unmonetized - এর জন্য আমরা শ্রোতাবন্ধুদের কাছ থেকে তো নয়ই, অন্য কোনো কারুর কাছ থেকে কোনোরকম আর্থিক উপার্জন করি না । এর যা খরচ, তা আমরা নিজেরাই খুশীমনে দিয়ে থাকি ।
রুদ্রঃ বাংলা সাহিত্য-সংস্কৃতির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ রাখতে পারা, তার সংরক্ষণার্থে অতি অল্প কিছু করতে পারার আনন্দটাই আমাদের পাথেয় - আর সেইসঙ্গে আপনাদের দেওয়া উৎসাহ । ইউটিউবের এই পডকাস্টও তার ব্যতিক্রম নয় । কাজেই যদি দেখেন ইউটিউবে আমাদের পডকাস্ট শুনতে গেলে পয়সা দিতে হচ্ছে, বা বিজ্ঞাপন দেখতে হচ্ছে, তাহলে বুঝবেন সেটা আমাদের কণ্ঠস্বর হলেও আমাদের নিজেদের পডকাস্ট নয় - আর কেউ আমাদের পডকাস্টের এপিসোড নিয়ে তাতে নিজেদের মলাট পরিয়ে বিতরণ করছেন । কোনটা খাঁটি তাই নিয়ে সংশয় হলে আমাদের ওয়েবসাইটে এসে দেখে নিতে পারেন ।
রাজীবঃ তাহলে এবার ফিরে যাই আমাদের সেই অতীতের প্রথম পর্বে । - এই ফিরে যাওয়ার কথাটা কিরকম কল্পবিজ্ঞানের মতো মনে হচ্ছে, তাই না রুদ্র ? মানে time travel জাতীয় কিছুর কথা মনে হচ্ছে । কিংবা রবীন্দ্রনাথের ভাষায় "কালের সাগর পাড়ি দিয়ে" যাওয়ার কথা !
রুদ্রঃ তা তো বটেই । আজ, সন ২০২৩-এর মে মাসে, সদ্যজাত বঙ্গাব্দ ১৪৩০-এর গোড়ায়, আমরা ফিরে যাচ্ছি ২০২০ সালের সেপ্টেম্বর মাসে । এতো একরকমের সময়-সফর বটেই ।
রাজীবঃ সময়ের ধোঁয়ার মধ্যে দিয়ে ও কাদের দেখা যাচ্ছে বল্ তো ?
রুদ্রঃ রাজীব আর রুদ্র মনে হচ্ছে । ...
<Original Episode 1 audio follows>