Rajib and Rudra briefly acknowledge the 300th episode of the podcast, and give thanks for the encouragement from listeners.
রাজীব: নমস্কার শ্রোতা বন্ধুরা। গল্প কথার আসরের আজকের এই বিশেষ আসরে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি রাজীব ঘোষ ।
রুদ্র: আর আমি রুদ্র দত্ত ।
রুদ্র: আপনাদের সাথে আমাদের এই সহযাত্রা আজ তিনশো তে পা দিল। তিনশো সংখ্যাটা কে আমরা প্রথমে লঘু করে দেখব ভেবেছিলাম কিন্তু তারপরে মনে হল তাহলে আমাদের তিনশো তম এপিসোডের এই মাইলফলকের প্রতি একটু হয়তো অন্যায় করা হয়।
রাজীব: আমার এক কবি বন্ধু বলেছিল, কালি, কলম, মন লেখে তিন জন। ঠিক তেমনি ভাবে আমাদের পডকাস্ট ও চলে এই ত্রহ্য স্পর্শে। সাহিত্যিক, কথক, আর শ্রোতা এই নিয়েই আমাদের ত্রিবেণী সঙ্গম।
রুদ্র: তাই তিনশো তম এপিসোড এ পৌঁছে সেই ত্রি বেনী কেই স্মরণ করা টা জরুরী। আর মনে করুন কলকাতা 300 বছর এ পা দিতে কি রকম উৎসব হয়েছিল - যারা 1989-90 সালে তা কলকাতায় স্বচক্ষে দেখেছেন তারা হয়তো মনে করতে পারবেন। আমাদের কাছে এই তিনশো তম এপিসোডে পৌঁছনো, তাও আবার আমাদের পডকাস্ট এর জন্মের তৃতীয় বছরে, একদম অতটা না হোক, অন্ততঃ কিছুটা তো সাড়া জাগানো ব্যাপার।
রাজীব: আমাদের চতুর্থ সিজনে আমরা এই মাইল ফলক ছুঁলাম। এই সিজনে আমরা আপনাদের কাছে বেশ কিছু নতুন সাহিত্যিকের, নতুন বিষয়ের গল্প তুলে ধরার চেষ্টায় রত আছি। এই সিজনের বাকি সময়েও সেই ধারাবাহিকতা বজায় রাখবো এই প্রতিশ্রুতি দিচ্ছি।
রুদ্র: তিনশো তে পৌঁছে মনে হচ্ছে, আরো কত দূর আমাদের যাত্রা চলবে। কিছুটা পিছু ফিরে দেখা, আর কিছুটা ভবিষ্যত দেখার প্রচেষ্টা, এই মনে হয় গন্তব্য খোঁজার কারণ।
রাজীব: দেখে এবং ভেবে মনে হচ্ছে, আটকে যাওয়ার কোন সম্ভাবনা এই মুহূর্তে নেই। পথ মসৃণ হোক কিংবা বন্ধুর, আমাদের শ্রোতা বন্ধুদের উৎসাহ আর ভালোবাসায় কোন ভাঁটা নেই।
রুদ্র: ইতিমধ্যে আমরা ইউটিউব এও হাজির হয়েছি আমাদের সমস্ত এপিসোডে নিয়ে। যারা ইউটিউব থেকে স্ট্রিমিং করে পডকাস্ট শুনতে অভ্যস্ত তাদের হয়ত এই খবর জেনে ভালো লাগবে। অনুগ্রহ করে আপনাদের সমাজ মাধ্যম এ বিতরন করুন অকাতরে যাতে আরও বেশি শ্রোতা বন্ধুরা আমাদের এপিসোডগুলির স্বাদ পেতে পারেন ।
রাজীব: আশা করি একদিন অর্ধ সহস্র এপিসোডের আগেও এই ভাবে আবার আপনাদের সাথে খোশ গল্প করতে পারব। ততদিন শুনতে থাকুন গল্প কথার আসরের গল্প পাঠ।
রুদ্র: বিগতযুগের বাজারচলতি কথা ধার করে বলছি, আমাদের কোন শাখা নেই। কিন্তু আমাদের পাখা আরো বিস্তারিত করে আমরা, আপনাদের সঙ্গে করে, যেতে চাই বাংলা সাহিত্যের আরো বহু মনি মানিক্যের সন্ধানে । এর জন্যে কোন মূল্য আমরা প্রত্যাশা করি না, এই মূল্যবৃদ্ধির সময়েও - কারণ এইসব মণিমুক্তো আমাদের নয়, আমাদের পূর্বসূরীদের, যার উত্তরাধিকারী আমরা সকলেই । আর তা অমূল্য । তাই আমাদের প্রয়াসের সবটাই আপনাদের শ্রুতি সুখের জন্যে - বিনামুল্যে। আমাদের পডকাস্ট এর কোনো স্পন্সর নেই, নেই কোন বিজ্ঞাপন দাতা । এই অনুষ্ঠান করে আর আপনাদের শুভেচ্ছা ও প্রশংসা যদি পাই, তাতেই আমাদের লক্ষ্মীর ঘট পূর্ন।
রাজীব: তবে এই সপ্তাহ টা আরেকটা কারণে খুবই তাতপর্যপূর্ণ। ৮ই অগাষ্ট অর্থাৎ বাইশে শ্রাবণ কবিগুরু র প্রয়াণ দিবস। সে কথা অবশ্য বাঙ্গালী মাত্রের কাছেই স্মরণ করিয়ে দেবার অপেক্ষা রাখে না। কিন্তু আমাদের এই তিনশত এপিসোডের মাইলফলক যেহেতু কবিগুরুর বিরাশি তম প্রয়াণ সপ্তাহের সাথে সমান্তরাল ভাবে ঘটছে, তাই আমরা এই সপ্তাহে সেই বিশ্ব বরেণ্য মহান মানুষটি কেও প্রণাম জানাবো তাঁরই দুটি গল্প পাঠের মাধ্যমে।
রুদ্র: এই খানেই দাঁড়ি টানি আজ। আর বেশি বললে গল্প পাঠে বিলম্ব বাড়বে। শুনতে থাকুন আমাদের পডকাস্ট। নমস্কার।
রাজীব: নমস্কার।