Assalamu Alaikum. I hope you are all well Alhamdulillah. I am also well I am Muhammad Kazi Ibrahim. You all know me as EmAx BaBu on social media. 𝗪𝗶𝘀𝗵 𝗠𝗲 𝟭𝟴 𝗡𝗼𝘃𝗲𝗺𝗯𝗲𝗿❤️ |
আমার একটি উক্তি রয়েছে সেটা হচ্ছে - মানুষ যা দেখে যা শুনে এবং যা বুঝে তা সবসময় সঠিক না।
তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
দেখছো কি একই আকাশ?
দিন শেষে তার তারাগুলো দিবে দেখা
মেঘে ঢাকা তারার আলো
দেখে থাকো তুমি, দেখো ভালো
হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়
জানি না কোথায় আছো
আমার এ মনের কথা
যদি পার সামনে এসো
কাছে এসে ভালোবাসো
ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার
এই গান আমার ও এ গান আমার
এই প্রেম তোমাকে দিলাম
তুমি চোখের আড়াল হও
কাছে কি'বা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই প্রেম তোমাকে দিলাম
একাকি মন আজ নিরবে
বিবাগি তোমার অনুভবে
ফেরারি প্রেম খুজে ঠিকানা
আকাশে মেঘ মানে বোঝ কিনা
বিরহ নীলে নীলে বাধে বাসা
অজানা ব্যাথায়
অধরা তারাগুলি কাদে বেদনায়
এই ভালোবাসা তোমাকেই পেতে চায়,
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়,
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়।