ডাঃ আসিফ ইমতিয়াজ মোল্লা,BDS, MDS (Oral & Maxillofacial Surgery)একজন তরুণ এবং উদ্যমী ডেন্টাল এবং মাক্সিলফেসিয়াল সার্জন। তার দীর্ঘ সাত বছরের ক্লিনিকাল এক্সপেরিয়েন্সের সঙ্গে জুড়ে রয়েছে অসংখ্য ডেন্টাল এবং মাক্সিল্লফেসিয়াল অস্ত্রোপচার (জেনেরেেল এনেস্থেসিয়া ও লোকাল এনেস্থেসিয়া), মেডিকেল জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ, পেপার প্রেজেন্টেশন। ডাঃ আসিফ গুসকরা এবং আউসগ্রাম ১ ও ২ ব্লক এবং গলসি ১ ও ২ ব্লক অঞ্চলের সর্ব প্রথম MDS ডেন্টাল এবং মাক্সিলফেসিয়াল সার্জন যিনি এই বিস্তীর্ণ এলাকার মানুষদের এবং আর্থিক ভাবে পিছিয়ে পরা মানুষদের কম খরচের মধ্যে, উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধ পরিকর। এডভান্সড ডেন্টাল এন্ড ফেসিয়াল সার্জারি সেন্টারটি তার নিজেস্ব এবং তিনিই পরিচালনা করেন এছাড়াও তিনি ও টু হসপিটাল, ধুলিয়ান, মুর্শিদাবাদ এবং বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশন, রেনেসাঁ , বর্ধমান এছাড়াও বিভিন্ন কর্পোরেট , নন কর্পোরেট হাসপাতলের সঙ্গে যুক্ত এবং অসংখ্য ডেন্টাল ক্লিনিকে কনসালটেন্ট মাক্সিল্ল ফেসিয়াল সার্জেন হিসেবে ভিজিট করেন।
আমাদের পরিষেবা
আক্কেল দাঁত তোলা
ব্যাথা হীন অস্ত্র প্রচারের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে আক্কেল দাঁত তোলা হয়
রুট ক্যানাল ট্রিটমেন্ট
রুট ক্যানাল এবং দাঁতের যাবতীয় চিকিৎসা করা হয় এডভান্সড ডেন্টাল এন্ড ফেসিয়াল সার্জারি সেন্টারে
ফেসিয়াল মোল
মুখ মণ্ডলের মোল , স্কার এবং অন্যান্য সৌন্দর্য বর্ধক সার্জারি