নাটোরের খেঁজুর পাটালি গুড় বাংলাদেশের অন্যতম বিখ্যাত প্রাকৃতিক মিষ্টান্ন। শীতকালে খেঁজুর গাছ থেকে রস সংগ্রহ করে আগুনে জ্বাল দিয়ে ঘন করে এই গুড় তৈরি করা হয়। কোনো কেমিক্যাল বা রঙ ব্যবহার করা হয় না, তাই এর স্বাদ ও ঘ্রাণ একেবারেই প্রাকৃতিক। নাটোরের মাটি, আবহাওয়া ও মানুষের ঐতিহ্য মিলে এই গুড়কে করেছে অনন্য। ভোরবেলায় ধোঁয়ায় মোড়া গাছের নিচে রস জ্বালানোর দৃশ্য গ্রামীণ জীবনের এক চেনা চিত্র।
নাটোরের পাটালি গুড় তৈরিতে লাগে —
খেঁজুর গাছের বিশুদ্ধ রস
মাটির হাঁড়ি ও বড় কড়াই
শুকনো কাঠ ও খড় (রস জ্বালানোর জন্য)
ছাঁচ (গুড়ের পাটালি তৈরির জন্য)
সব উপকরণই স্থানীয়ভাবে সংগৃহীত এবং সম্পূর্ণ প্রাকৃতিক।
নাটোরের খেঁজুর গুড় শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও উপকারী।
এতে থাকে প্রাকৃতিক আয়রন, ক্যালসিয়াম ও মিনারেলস
রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে
হজমে সাহায্য করে এবং শরীর গরম রাখে
কফ, ঠান্ডা ও ক্লান্তি দূর করে
কৃত্রিম চিনি থেকে নিরাপদ বিকল্প
নাটোরের খেঁজুর পাটালি গুড় আজ শুধুমাত্র একটি খাবার নয় — এটি বাংলাদেশের ঐতিহ্য ও শীতের আনন্দের প্রতীক।
✅ প্রিজারভেটিভ-মুক্ত, হাতে বানানো প্রতিটি পণ্য
✅ গ্রামের মাটি ও মানুষের হাতের আসল স্বাদ
✅ মিষ্টি থেকে মুখরোচক সব খাবার এক জায়গায়
✅ অনলাইন অর্ডার ও bKash পেমেন্ট সুবিধা
✅ দ্রুত হোম ডেলিভারি সার্ভিস