প্রইমারি জব প্রিপারেশন অডিও ভিডিও বুকে আপনাকে স্বগতম। অডিও শুনুন এবং আপনার পেজে কনটেন্ট গুলো দেখুন এটি আপনাকে রিভিশন দিতে ও সহজেই তথ্য ধারণ করতে সহায়তা করবে । আজকের আলোচনা টি হলো বাংলাদেশ অ্যাফিয়ারস সম্পর্কিত । শুধু মাত্র ইমপোরটেন্ট কোয়েশ্চিন গুলো দেওয়া হলো |নির্দেশন মোতাবেক যদি আপনি পড়তে পারেন তবে আপনার স্বপ্ন পূরণ হওয়া সময়ের ব্যবধান মাত্র প্রাইমারি জবের অডিও এবং ভিডিও বুকে স্যারের সাথে কন্ঠে আমি থাকছি আপনাদেরই সাথে । তাহলে চলুন ছটপট পড়ে নিই আজকের পড়াটি
PRACTICE SHEET 03 BANGLADESH AFFAIRS
১. NIPORT কি? AUDIO
(ক) জাতীয় জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান
(খ) বেসরকারী সমাজ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান
(গ) পরিবার পরিকল্পনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান
(ঘ) শিশু স্বাস্থ্য পুষ্টি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
CORRECT ANSWER : (ক) জাতীয় জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান
ব্যাখ্যা: NIPORT জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। ১৯৭৭ সালে এটি প্রতিষ্ঠা লাভ করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলো ন্যাশনাল ইন্সটিটিউট অব পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NIPORT)। জয়দেবপুর গাজীপুরে এর প্রধান কার্যালয় অবস্থিত। এর মূল কাজ হলো জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ প্রদান করা। NIPORT এর পূর্ণরূপ হলো- National Institute of Population Research and Training.
Question 2 (Partial):
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ কথা আছে?
(ক) ২৮ নং অনুচ্ছেদে
(খ) ২৯ (২) নং অনুচ্ছেদে
(গ) ২৮ (২) নং অনুচ্ছেদে
(ঘ) ২৮ (৪) নং অনুচ্ছেদে
CORRECT ANSWER:
ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এর ২৮(২) নং অনুচ্ছেদে বলা হয়েছে ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন।’ সংবিধানের দ্বিতীয় ভাগের অন্যত্র ২৮(৪) অনুচ্ছেদে বলা হয়েছে ‘রাষ্ট্রের জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করিবেন।’ সুতরাং সঠিক উত্তর (গ)। প্রশ্নে উল্লেখিত বাক্যটি ২৮(২) নং অনুচ্ছেদে বলা আছে এবং এটি ‘রাষ্ট্রের জীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার’ সংক্রান্ত।
Question 3 (Partial): স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য “বীরপ্রতীক” উপাধি লাভ করে কতজন?
(ক) ৭ জন
(খ) ৬৮ জন
(গ) ১৭৫ জন
(ঘ) ৪২৬ জন
CORRECT ANSWER: (ঘ) ৪২৬ জন
Explanation for Question 3 (Partial): ব্যাখ্যা: মুক্তিযুদ্ধে heroic ভূমিকার জন্য সম্মাননা স্বরূপ মোট ৬৭৬ জনকে বীরত্বসূচক উপাধি প্রদান করা হয়। এর মধ্যে ৭ জনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীর বিক্রম এবং ৪২৬ জনকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়। (সূত্র: যৌথমূল্যায়ণে একাত্তরের মুক্তিযুদ্ধ (মেজর রফিকুল ইসলাম), এবং যোদ্ধাদের জয়যাত্রা (মেজর কামরুল হাসান ভূঁইয়া)। এ দুজন হলেন বীর প্রতীক।
Question 4 (Partial): 4. বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
(ক) খুলনায়
(খ) ঢাকায়
(গ) চট্টগ্রামে
(ঘ)ঈশ্বরদী
CORRECT ANSWER: (ঘ)ঈশ্বরদী