ইউটিউব চ্যানেলের জন্য আকর্ষণীয় থাম্বনেইল ও ব্লগ ওয়েবসাইটের জন্য ফিচার ফটো (Feature Photo) তৈরি করা ছাড়াও বিভিন্ন প্রয়োজনে স্টাইলিশ ফন্টের ব্যবহার হরে থাকে।
ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা আমাদের ছবি শেয়ার করে থাকি। আর আমরা আমাদের এই ছবিতে বিভিন্ন স্টাইলিশ ফন্ট ব্যবহারের মাধ্যমে নিজেদের আরো আলাদা ভাবে উপস্থাপন করতে পারবো।
আজকে আমারা শিখবো এন্ড্রয়েডের জনপ্রিয় ইডিটিং এপস PixelLab দিয়ে কিভাবে বিভিন্ন লেখার স্টাইল ব্যবহার করে ছবি এডিট করা যায়।
আর এর জন্য আমাদেরকে নিচের তিনটি কাজ সম্পন্ন করতে হবে।
০১ঃ স্টাইলিশ ফন্ট ডাউনলোড করা।
০২ঃ ডাউনলোড করা ফাইল জিপ ফাইল থেকে আনজিপ করা।
০৩ঃ Picsart ও PixelLab এপসে ফন্টগুলো সেট করা।
বাংলা ফন্ট সেট করার পদ্ধতি আর ইংলিশ ফন্ট সেট করার পদ্ধতি একই। নিচে কয়েকটি বাংলা ফন্ট ডাওনলোড করার জনপ্রিয় ওয়েবসাইট লিংক এবং কিভাবে তা ডাওনলোড করতে হয় তা শেয়ার করছি
নিচের যেকোনো ওয়েবসাইট থেকে আপনার পছন্দের বাংলা ফন্টগুলো ফ্রিতেই ডাউনলোড করে ব্যাবহার করতে পারবেন।
০১. লিপি ঘর (Lipi Ghor)
লিপিঘর সাইটটিতে ৩৫ টিরও বেশি স্টাইলিশ বাংলা ফন্ট রয়েছে। যা আপনি ডাউনলোড করে সহজেই ব্যবহার করতে পারবেন। সাইটটিতে প্রবেশ করার পর "ফ্রি ফন্ট" অপশনটিতে প্রবেশ করুন।
যেখানে ৩৫+ স্টাইলিশ বাংলা ফন্টের তালিকা দেখতে পারবেন। আপনার পছন্দের ফন্টটি বাছাই করে ডাউনলোড লেখায় ক্লিক করুন। আপনাকে একটি পেইজে নিয়ে যাওয়া হবে, যেখানে উক্ত ফন্টের বিবরণ দেওয়া থাকবে। সেখান থেকে 'ডাউনলোড' এ ক্লিক করুন।
এবার আপনাকে একটি সতর্কীকরন দেখানো হবে এবং নিচে ডাউনলোড লেখা থাকবে, যাতে ক্লিক করলে ফন্টটি আপনার ফোনে ডাউনলোড হবে।
অর্থাৎ আপনাকে পরপর তিনটি পেজেই ডাউনলোড লেখায় ক্লিক করতে হবে।
০২. বাংলা ফন্ট লাইব্রেরি (Bangla Font Library)
বাংলা ফন্ট লাইব্রেরি ওয়েবসাইটে মোট ৪৪ ধরনের বাংলা ফন্টের সংগ্রহ রয়েছে। সাইটটিতে প্রবেশ করা মাত্রই সেগুলো আপনার চোখে পড়বে। সেখান থেকে আপনার পছন্দের ফন্টটিতে ক্লিক করুন। এরপর ফন্টটি ডাউনলোড করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করুন।
০৩. অক্ষর ৫২ (Okkhor 52)
এই তালিকার শীর্ষে থাকা লিপিঘর এর নির্মাতাগণের প্রয়াসে তৈরী হয়েছে অক্ষর ৫২ ডট কম নামের এই ওয়েবসাইটটি। ৬৫+ বাংলা স্টাইলিশ ফন্ট সংগ্রহ রয়েছে এখানে।
সেগুলোর তালিকা সাইটটিতে প্রবেশ করা মাত্রই চোখে পড়বে। আপনার পছন্দের ফন্টটি বাছাই করে ডাউনলোড লেখায় ক্লিক করুন। পরবর্তী পেজে আবার ডাউনলোড লেখায় ক্লিক করলেই আপনার ফোনে ফন্টটি ডাউনলোড হয়ে যাবে।
আর ইংলিশ ফন্টগুলো এখন থেকে ডাউনলোড করতে পারেন।
জিপ ফাইল আনজিপ করুনঃ
এবার চলে যান আপনার ফোনের ডাউনলোড ফোলডারে, যেখানে আপনার ফন্ট ফাইল ডাউনলোড হয়েছে। আপনার ডাউনলোড করা বাংলা ফন্টগুলো যেহেতু জিপ ফাইল হিসেবে থাকবে তাই ফাইলটি আনজিপ করতে হবে।
জিপ ফাইলটিকে আনজিপ করতে নিচের চিত্র ও ধাপগুলো অনুসরণ করুন।