ANIMATED VIDEO MAKING COURSES


বর্তমান সময়ে তরুণদের চাহিদার তুঙ্গে এই অ্যানিমেশন অ্যান্ড এক্সপ্লেইনার ভিডিও মেকিং সেক্টর। এইখানে আপনার কাজের মূল্য নির্ধারণ হবে কত সেকেন্ডের ভিডিও বানালেন সেটার উপর ভিত্তি করে! বাংলাদেশের অনেক কোম্পানিই এখন প্রতি *সেকেন্ড Explainer Video তৈরির জন্য ১০০০ থেকে ২০০০ টাকা চার্জ করে। সুতরাং বুঝতেই পারছেন কতোটা ডিমান্ডফুল এই কাজ। আর দুনিয়া যত ডিজিটাল হচ্ছে, ভিডিও অ্যানিমেশন মেকারদের চাহিদা ততই বাড়ছে। টিভি মিডিয়া থেকে শুরু করে ইউটিউব, ফেইসবুক সব জায়গায় এখন অ্যানিমেশনের ব্যাপক ব্যাবহার হয়ে আসছে। যার ব্যাবহার অদূর ভবিষ্যতে আশা করা যায়, আরও কয়েকশ গুন বেড়ে যাবে।


Explainer Video-এর মাধ্যমে যে কোন পন্য বা সার্ভিসের প্রোমোশন সহজেই করা যায়। আর এইসব ভিডিওর Social Engagement অন্যান্য ভিডিও থেকে বেশি হয়। এজন্যই বেশিরভাগ ভাল ভাল কম্পানি এক্সপ্লেইনার ভিডিউ বানিয়ে থাকে বেশি সেল বা নিজেদের ব্রান্ডের প্রচার এবং প্রসারের জন্য। আর এই কাজের জন্য তারা খরচ করে হাজার হাজার ডলার। তাই যারা এই এক্সপ্লেইনার ভিডিউ বানায় তারা সহজেই খুব ভাল ইনকাম করতে পারে। এছাড়া এই এক্সপ্লেইনার ভিডিও বানিয়ে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে ইউটিউবে এমন চ্যানেলে সংখ্যাও এখন কম নয়। কিন্তু মনে রাখবেন, এই লাইনে ভালো করতে হলে আপনার শিখার প্রবল ইচ্ছা এবং প্রচুর প্র্যাকটিস করার মেন্টালিটি থাকতে হবে।


মোশন গ্রাফিক্স এবং এক্সপ্লেইনার ভিডিও মেকিং নিয়ে আমি Upwork এবং প্রাইভেট কিছু কোম্পানির জন্য কাজ করছি প্রায় বিগত ১০ বছরেরও বেশি সময় ধরে। আর এই সময়ে আমার কোম্পানিতে নতুনদের নিয়োগ দেয়ার সময় আমি খেয়াল করেছি যে, তরুণদের এই অ্যানিমেশন নিয়ে কাজ করার ব্যাপারে ব্যাপক আগ্রহ। কিন্তু দুঃখজনক হলেও সত্যি Google, YouTube এমনকি Udemy তেও প্রফেশনাল ভাবে Explainer Video মেকিং এর কোন কোর্স নাই। আর বাংলায়?! সেটাতো চিন্তাই করা যায় না! সেই কারণে স্টুডেন্টরা আমাকে এই ব্যাপারে কোর্স বানানোর জন্য অনেকদিন ধরেই রিকুয়েস্ট করে আসছিল। আর অবশেষে বাংলাদেশের মানুষদের অপার সম্ভবনাময় এই আয়ের ক্ষেত্র ও বিজনেসের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই তৈরি করে ফেললাম এই এক্সপ্লাইনার ভিডিউ মেকিং কোর্স।


অনেক আগে আমি যখন এক্সপ্লেইনার ভিডিউ তৈরির কাজ শুরু করি তখন এই কাজ করতে অনেক বেগ পেতে হইয়েছিল, সঠিভাবে কাজের কলা কৌশল না জানার কারনে। ধিরে ধিরে এই কাজ করার নিয়ম, পদ্ধতি নিয়ে অনেক রিসার্চ ও স্টাডি করার পর আলহামদুলিল্লাহ এখন মানসম্মত এক্সপ্লেইনার ভিডিউ বানিয়ে গ্লোবালি ক্লাইন্টদের সার্ভিস দিয়ে আসছি। আসলে হালাল ভাবে কাজ করতে চাইলে আল্লাহই রাস্তা দেখান। এখন কাজ করতে করতে এই সেক্টরের জটিল কাজগুলো এখন সহজেই কোন সমস্যা ছাড়াই করে ফেলতে পারি। আর এতদিনের কাজের অভিজ্ঞতায় এখন আমি জানি, নতুনদের কীভাবে শিখালে তারা ভালোভাবে শিখতে পারবে এই অ্যানিমেশনের কাজ। আর তাই কোর্স বানানোর সময় আমি সেইসব বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিয়ে হাতে কলমে শিখিয়েছি। যাতে নতুনদের এই লাইনে এসে বেগ পেতে না হয়। <strong>আর মজার বিষয় হচ্ছে,আপনি যদি ভালোভাবে এক্সপ্লেইনার ভিডিউ তৈরি করা ও অরগানাইজিং করতে পারেন সেক্ষেত্রে আপনি এই সেক্টরে একজন উদ্যোগতাও হতে পারবেন।আবার অ্যানিমেশন প্রজেক্ট সেল করেও পেসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। এছাড়া কোর্স এনরোল করা স্টুডেন্টদের জন্য ফোরামে সাপোর্টের পাশাপাশি থাকবে একটি PRIVATE FACEBOOK গ্রুপ। যেখানে অ্যানিমেশন তৈরির ক্ষেত্রে যেকোনো সমস্যা পোস্ট করলে তার সমাধান পেয়ে যাবে। যার ফলে এই কোর্সে এনরোল করা প্রত্যেক স্টুডেন্ট তাদের অ্যানিমেশন তৈরির স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ।


কি থাকছে এই অ্যানিমেশন মেকিং অনলাইন কোর্সে


নিয়ে বিস্তারিত আলোচনা



এই বিজনেসে ইনকামের অসীম সম্ভাবনা নিয়ে ধারনা


ক্রিপ্ট এবং স্টোরি কিভাবে তৈরি করা হয় তা নিয়ে আলোচনা


এক্সপ্লেইনার ভিডিউ তৈরি করার প্রক্রিয়া ও এর ধারনা


পন্যের জন্য স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় এর ধারনা</li>


অ্যানিমেশন এর স্ক্রিপ্ট কিভাবে কাজ করবে তা তৈরি করার লেসন


অ্যানিমেশনের জন্য ও সিনের জন্য পরিপুর্ন স্টোরিবোর্ড তৈরি কর

কোম্পানির জন্য লোগো স্কেচ করা


বিল্ডিং সেইপ ও এনভায়রন্মেন্ট সেইপ এর স্কেচ তৈরি করা

৩-টি সার্কেল আইকন সেইপ এর জন্য স্কেচ তৈরি করা


কেরেক্টারের বডি সেইপএর জন্য স্কেচ তৈরি করা


কেরেক্টারের হেড সেইপ এর জন্য স্কেচ তৈরি করা

বাবল সেইপ ও আরো এক্সট্রা কিছু সেইপ এর জন্য স্কেচ তৈরি করা

স্টোরিবোর্ড এর উপর বেইসড করে পুরো সিনকে ভেক্টর এ রুপান্তর করা


ইলাস্ট্রেটরে পেন টুল দিয়ে লোগো সেইপ ও অন্যান্য সেইপ তৈরি করা




অ্যানিমেশনের জন্য সিনের মধ্যে কিফ্রেম সেট করা


এক্সপ্লেইনার অ্যানিমেশনে সাউন্ড ইফেক্টস এড করা


ফাইনাল আউটপুট পাওয়া জন্য তৈরি অ্যানিমেশনেকে রেন্ডার করা


এছাড়াও এই কোর্সের পেইড মেম্বার্সদের জন্য থাকবে একটি প্রাইভেট ফোরাম এবং ফেইসবুক গ্রুপ অ্যাক্সেস। সেখানে আপনারা এক্সপ্লেইনার ভিডিউ সম্পর্কিত যেকোনো প্রশ্ন করলে তার উত্তর পেয়ে যাবেন। আর স্টুডেন্টদের চাহিদার উপর ভিত্তি করে এই কোর্সে মাঝে মধ্যেই নতুন লেকচার অ্যাড করা হবে। </strong>সুতরাং আপনি যদি আনলাইনে কিংবা অফলাইনে স্মার্ট একটা ইনকাম করতে চান এবং একজন প্রফেশনাল এক্সপ্লেইনার ভিডিউ ক্রিয়েটর হিসাবে নিজের নামকে প্রতিষ্ঠিত হতে চান তাহলে এক্সপ্লেইনার ভিডিউ মেকিং কোর্সটি হবে আপনার জন্য পারফেক্ট একটি কোর্স।



FOR REGISTRATION CLICK HERE

COURSE FEES=BDT =3700/-