CHAPTER 01
HSC CHEMISTRY 2ND PAPER VIDEO BOOK CALL 01955375501
HSC ACADEMIC AND ADMISSION HTOLINE 01854550184
HSC CHEMISTRY 2ND PAPER VIDEO BOOK CALL 01955375501
পরিবেশ রসায়ন
VIDEO BOOK
অত্র অধ্যায় হতে বিগত ৫ বছরেপ্রায়
৫২টি প্রশ্ন এসেছে তাই অনেক গুরুত্ব পূর্ণ এই অধ্যায়টি
জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্নের জ্ঞান ও অনুধাবনমূলক অংশের জন্য সম্ভাব্য প্রশ্নোত্তর:
১। আংশিক চাপ কাকে বলে? [ঢা.ব্য. '২১; ম.বো. '২১; য.বো. ২১, ১৯]
উত্তর: কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান গ্যাস ঐ তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়তন এককভাবে দখল করে যে চাপ প্রয়োগ করে, তাই ঐ উপাদানের আংশিক চাপ।
২। পিপিএম কী? [চা.বো. '২১]
উত্তর: যে একক দ্বারা দ্রবের ভরকে দ্রবণ বা মিশ্রণের ভরের দশ লক্ষ এর অংশরূপে প্রকাশ করা হয় তাকে পিপিএম একক বলে।
৩। লুইস অম্ল/এসিড কী? [রা.বো. ২১; য.বো. ২১]
উত্তর: যে সকল প্রশম অণু বা আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণকালে একজোড়া ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে লুইস অম্ল/এসিড বলে।
৪। চার্লসের সূত্রটি বিবৃত কর। [রা.বো. ২১; ব.বো. ২১]
উত্তর: স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা ১°C করে বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন ০°C তাপমাত্রায় নির্ণীত আয়তনের ২৭৩ অংশ করে বৃদ্ধি বা হ্রাস পায়।
৫। পরম শূন্য তাপমাত্রা কী? [ঢা.বো. ২১; যা.বো. ২১; ড.বো. ২১; সি.বো. ২১; দি.বো. ২১]
অথবা, পরমশূন্য তাপমাত্রা কাকে বলে? [কু.বো. ১৯]
অথবা, পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা দাও। [কু.বো. ২১, ১৭; সি.বো. ১৯; দি.বো. ১৯; য.বো. ১৭]
উত্তর: যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। পরমশূন্য তাপমাত্রার মান -২৭৩°C।
৬। অনুবন্ধী ক্ষারক কাকে বলে? [য.বো. ২১; চ.বো. ২১; সি.বো. ২১; ব.বো. ১৭]
উত্তর: কোনো অম্ল থেকে একটি প্রোটন অপসারণের ফলে যে ক্ষারক সৃষ্টি হয়, তাকে সে অম্লের অনুবন্ধী ক্ষারক/এসিড বলে। WATCH VIDEO
৭। BOD কী? [দি.বো. ২১; কু.বো. ২১; রা.বো. ১৭]
উত্তর: কোনো দূষিত পানির জৈব দূষকের জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে ঐ নমুনা পানির BOD বলে।
৮। ETP কাকে বলে? [ঢা.বো. ১৯, ১৭]
উত্তর: শিল্প কারখানার বর্জ্য থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থকে পৃথক করার প্রক্রিয়াকে ETP বলে।
৯। বাস্তব গ্যাস কাকে বলে? [রা.বো. ১৯]
উত্তর: যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাস সূত্রসমূহ পরিপূর্ণভাবে মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলে।
১০। মোলার দ্রবণ কাকে বলে? [রা.বো. ১৯]
উত্তর: একটি নির্দিষ্ট তাপমাত্রায় যে দ্রবণের প্রতি লিটার (বা 1dm³) আয়তনে এক মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ঐ দ্রবণের মোলার দ্রবণ বলে।
১১। গ্রাহামের ব্যাপন সূত্রটি লিখো। [কু.বো. ১৯]
উত্তর: গ্রাহামের ব্যাপন সূত্রটি হলো- "স্থির তাপমাত্রা ও চাপে গ্যাসের ব্যাপন প্রক্রিয়ার হার গ্যাসটির আণবিক ভর বা ঘনত্বের বর্গমূলের বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়।"
১২। ব্যাপনের সংজ্ঞা দাও।
উত্তর: উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন (diffusion) বলা হয়।
১৩। সংকট তাপমাত্রার সংজ্ঞা দাও। [চ.বো. ২১]
উত্তর: যে তাপমাত্রা বা তার নিচের যে কোন তাপমাত্রায় কোন গ্যাসের উপর চাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত হয় সে নির্দিষ্ট তাপমাত্রাকে ঐ গ্যাসের সংকট তাপমাত্রা বলে। যেমন: CO2 এর সংকট তাপমাত্রা 31.1°C।
১৪। নাইট্রোজেন ফিক্সেশন কাকে বলে? [ব.বো. ১৯]
উত্তর: বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে যে প্রক্রিয়ায় নাইট্রোজেন যৌগে পরিণত এবং পরে তাকে ব্যবহার উপযোগী করে আবদ্ধ করে বা ধরে, তাকে নাইট্রোজেন ফিক্সেশন বলে।
১৫। COD কাকে বলে? [ব.বো. ১৯; দি.বো. ১৯; কু.বো. ১৭]
উত্তর: প্রতি লিটার সারফেস ওয়াটারের নমুনায় থাকা দূষক পচনশীল বস্তু ও অপচনশীল জৈব যৌগকে সম্পূর্ণ জারিত করে CO2, NH3, ইত্যাদি পানিতে পরিণত করতে যে পরিমাণ ভরের অক্সিজেন ঐ পানির 1000 লিটারের দরকার হয়, তাকে ঐ পানির COD বলে।
১৬। স্থায়ী খরতা কাকে বলে? [সি.বো. ১৯]
উত্তর: যে পানি সাবানের সঙ্গে কোনো ফেনা দেয়না ও ময়লা পরিষ্কার করে না তাকে খর পানি বলে। পানিতে Ca, Mg, Al ও Fe এর কার্বনেট, ক্লোরাইড ও সালফেট লবণ দ্রবীভূত থাকলে অর্থাৎ Ca²⁺, Mg²⁺, Al³⁺ ও Fe³⁺ আয়ন উপস্থিত থাকলে পানি খর হয়। এর মধ্যে ক্লোরাইড ও সালফেট লবণ থাকলে স্থায়ী খরতা সৃষ্টি হয়।
১৭। r.m.s বেগ কী? [সম্মিলিত বো. ১৮; ব.বো. ১৭]
উত্তর: কোনো গ্যাসের অণুসমূহের প্রতিটি অণুর গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে গ্যাসটির অণুর r.m.s বেগ বলে।
১৮। এসিড বৃষ্টি কি? [ঢা.বো. ১৭]
উত্তর: যে বৃষ্টির পানিতে নানাবিধ অম্লধর্মী অক্সাইড বা এসিড থাকার কারণে বৃষ্টির পানির pH 5.6 হয় সে বৃষ্টিকেই এসিড বৃষ্টি বলে। সাধারণত বৃষ্টির পানির pH 3.5-5.5 হয়ে থাকে।
১৯। নাইট্রোজেন ফিক্সেশন কি? [চ.বো. ১৭]
উত্তর: বায়ুর N2 গ্যাসকে যৌগে পরিণত ও ব্যবহার উপযোগী করে রাখার প্রক্রিয়াকে নাইট্রোজেন ফিক্সেশন বলে।
২০। TDS কি? [চা.বো. ১৭]
উত্তর: সারফেস ওয়াটারে থাকা সমগ্র দ্রবীভূত কঠিন বস্তু (Total Dissolved solids) বা TDS এর মান দ্বারা ঐ নমুনা পানিতে জৈব ও অজৈব কলয়েডাল কণা, এর চেয়ে ছোট আণবিক ও আয়নিক পদার্থের সামগ্রিক পরিমাণকে বোঝানো হয়।
২১। সি.এফ.সি (CFC) কী? [সি.বো. ১৭]
উত্তর: মিথেন ও ইথেন এর ক্লোরো-ফ্লোরোজাতক সমূহকে ক্লোরো-ফ্লোরো কার্বন বা সিএফসি (CFC) বলে। এদের বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন (Freon)।
২২। বোল্টজম্যান ধ্রুবক কী? [সি.বো. ১৭]
উত্তর: 1K তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রতি অণু আদর্শ গ্যাস থেকে যে পরিমাণ কাজ বা শক্তি পাওয়া যায়, তার মানকে বোল্টজম্যান ধ্রুবক বলে। বোল্টজম্যান ধ্রুবক k এর মান 1.38 × 10⁻²³ JK⁻¹mol⁻¹।