WELCOME to
BASHAR'S website
BASHAR'S website
বিজ্ঞান ও প্রযুক্তি
Science And Technology
বিজ্ঞান ও প্রযুক্তির পরিচিতিঃ About Science & Technology
বিজ্ঞান হলো প্রকৃতি-সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে এবং প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। বিজ্ঞান এবং প্রযুক্তি উভয়ই পরিক্ষা এবং পর্যবেক্ষণের উপর নিরভরশিল।
মানব জীবনকে বহুগুণে সহজ ও আরামদায়ক করার জন্য এক অসামান্য অবদান রাখছে বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি। মানব জীবনের এমন কোনো পর্যায় পাওয়া দুষ্কর যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান নেই। বিজ্ঞান ও প্রযুক্তির নানা কল্যাণকর আবিষ্কারের ফলে আজ মানব জীবন এতটা উন্নত । এসব আবিষ্কারের ফলে মানুষ কম সময়ে এবং কম শ্রমে নিজেদের দৈনন্দিন জীবিকা নির্বাহ করছে। আজ বিজ্ঞান ও প্রযুক্তির অস্তিত্ব আছে বলেই মানব কল্যাণের আশার আলো এখনো প্রজ্বলিত।
কথায় আছে 'শিক্ষাই জাতির মেরুদণ্ড'। শিক্ষা যত মজবুত হবে, একটি জাতির জীবন মান ঠিক ততটাই উন্নত হবে। মানুষের শিক্ষাকে বহুগুনে প্রসার করতে অদম্য ভুমিকা পালন করছে বিজ্ঞান ও প্রজুক্তি। আধুনিক প্রযুক্তির ফলে পৃথিবীর যেকোনো স্থান থেকে অতি সহজে যত ইচ্ছা তত জ্ঞান অর্জন করা সম্ভব হয়ে উঠেছে। মানুষ তাদের কর্মমুখী জ্ঞান প্রসার করতে পারছে নানাবিদ প্রযুক্তি ব্যাবহার কর। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার , প্রজেক্টর ইত্যাদির মাধ্যমে শিক্ষাত্রিতের শিক্ষা প্রদান করা হচ্ছে।
প্রযুক্তিকে ব্যবহার করে পৃথিবীর বহু সংখ্যক মানুষ নিজেদের আয়ের উৎস নির্বাচন করেছেন। ই-কমার্স ,আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং সহ এরূপ নানা কাজের সূত্রপাত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে। এসব পেশায় নিযুক্ত হওয়ার ফলে মানুষ নিজেদের অর্থনৈতিক স্বচ্ছলতার শিকার হচ্ছে। এছাড়া আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি দেশের অর্থনীতির ব্যাপক উন্নয়ন করা সম্ভব।
বিজ্ঞান ও প্রযুক্তি যেমন মানব জীবনকে সহজ ও আরামদায়ক করেছে তেমনি মানব জীবনে তার কুফল বয়ে এনেছে। বর্তমান যুগে কিছু খারাপ মানুষ প্রযুক্তির অপব্যাবহারে মগ্ন ড়োয়েছে। তারা প্রযুক্তি ব্যাবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করছে এবং অন্যজনের ক্ষতি সাধন করছে। এছাড়া মানুষ প্রযুক্তির উপর অতি নির্ভরশীল হওয়ায় অলস হয়ে উঠছে এবং কায়িক শ্রম হ্রাস পাচ্ছে। এছাড়া ছোট থেকে বড় প্রায় সবাই প্রযুক্তিতে আসক্ত হয়ে পড়ছে যাতে মানুষের শারীরিক ও মানসিক সমস্যা সৃষ্টি হচ্ছে। এসব ক্ষতিকর দিকগুলোর সমাধান করা অতীব জরুরি। প্রযুক্তি দ্বারা সংগঠিত অপরাধগুলো দমনে অবশই আইন মেনে চলতে হবে এবং আইনের সহায়তা নিতে হবে। 'আমি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করব প্রযুক্তি আমাকে নয়' এরূপ মনোভাব গড়ে তুলতে হবে। প্রযুক্তির ওপর নির্ভরশীলতা অতিরিক্ত হওয়া যাবে না।
'সমাপ্ত '
🔴 এই সাইটটি পরিদর্শন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আপনার ভালো লেগেছে এবং সকল তথ্য দ্বারা উপকৃত হয়েছেন। আমার পাশেই থাকবেন। আপনার দিন শুভ হোক।