7 Group Friends Circle. এর সম্বন্ধে জানতে উপরের দিকে স্ক্রল করুন/নিচের দিকে জান...👇
7 Group Friends Circle. এর সম্বন্ধে জানতে উপরের দিকে স্ক্রল করুন/নিচের দিকে জান...👇
7 Group Friends Circle
ঠিকানাঃ বারো-কোয়ার্টার,পাহাড়তলী,চট্টগ্রাম ।
যোগাযোগঃ 01970-216787
Gmail: groupfriendscircal@gmail.com
Whatsapp & Imo No: 01970-216787
গ্রুপের বিষয়ে বিস্তারিত জানতে, নিচের তথ্য গুলো ভালো করে পড়ুনঃ-
১) আলোচ্য বিষয়ঃ গ্রুপ পরিচিতি
পরিচয়ঃ 7 Group Friends Circle হলো, মহৎ কিছু লক্ষ এবং উদ্দেশ্যকে কেন্দ্র করে,৭টি গ্রুপের সম্মন্নয়ে গঠিত একটি মানব সেবামূলক সংস্থা । যা সম্পুর্ন অরাজনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠান ।
ঠিকানাঃ সংস্থাটির যাত্রা শুরু হয়েছিলো বারো-কোয়ার্টার,পাহাড়তলী,চট্টগ্রাম এই ঠিকানা থেকে,তাই এর হেড অফিস এই ঠিকানায় স্থাপন করা হয়,যেকারনে এই ঠিকানাকেই স্থায়ী ঠিকানা হিসেবে গন্য করা হয় । তবে ভবিষ্যতে সারা বাংলাদেশে এর বহু ব্রাঞ্চ অফিস/শাখা অফিস স্থাপিত হবে ইনশাআল্লাহ ।
প্রতিষ্ঠাকালঃ সংস্থাটি ১০ জানুয়ারী ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো, কিছু মহৎ লক্ষ এবং উদ্দেশ্য নিয়ে । যা ধাপে-ধাপে বাস্তবায়নের মধ্য দিয়ে এগিয়ে চলছে সাফল্যের দিকে ।
লক্ষসমূহঃ গ্রুপের সকল বন্ধুকে আত্মকর্মসংস্থান দ্বারা প্রতিষ্ঠিত করা এবং মানব সেবামুলক কার্যক্রম নিশ্চিত করা ।
উদ্দেশ্যসমূহঃ (১) গ্রুপের কোন বন্ধু আর্থীক ভাবে যদি সমস্যায় পরে তবে গঠিত তহবিল থেকে টাকা দিয়ে সাহায্য করা ।(২) সমাজ থেকে সুদ নামক ব্যাধিকে নির্মূল করা । (৩) বন্ধুদের একত্রীকরন এবং সমাজের উন্নয়ন সাধন করা । (৪) বিভিন্ন টিম গঠন করে মানব সেবামুলক কার্যক্রম পরিচালনা করা এবং যুবসমাজকে সংশ্লিষ্ট কাজে উদ্ভদ্ধ করা । (৫) প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান যুবসমাজের পরিবর্তন সাধনের চেষ্টা করা । (৬) ইত্যাদি লক্ষ এবং উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে 7 Group Friends Circle.
গঠনপদ্ধতিঃ এই সংস্থাটি প্রথমে ৭টি গ্রুপ এবং পরে ৩টি বিভাগ দ্বারা গঠিত হয়েছে, যা বর্তমানে অব্যাহত রয়েছে ।
পরিচালনা কমিটিঃ সংস্থাটি পরিচালনার জন্য রয়েছে ১ জন গ্রুপ চেয়ারম্যান,১ জন ম্যানেজিং ডিরেক্টর(এমডি),১ জন পরামর্শদাতা,৩ জন বিভাগীয় প্রধান,৭ জন গ্রুপ হেড,বিভিন্ন টিম লিডার,ব্রাঞ্চ ম্যানেজারসহ ২৮ জন গ্রুপ মেম্বার, যা স্থায়ী কমিটির অর্ন্তগত । এছাড়াও রয়েছে বেশকিছু এডমিন ।
সাংকেতিক নামসমূহঃ সংস্থাটিতে কিছু সাংকেতিক নাম রয়েছে যেমনঃ ১)7 Group Friends Circle(সেভেন গ্রুপ ফ্রেন্ডস সার্কেল)=7.G.F.C(সেভেন.জি.এফ.সি) অর্থাৎ বন্ধুদের ৭টি গ্রুপ,২)Friends Help Fund(ফ্রেন্ডস হেল্প ফান্ড)=F.H.F(এফ.এইচ.এফ) অর্থাৎ বন্ধুদের সাহায্য তহবিল,৩)Group Head(গ্রুপ হেড)=
G.H(জি.এইচ),৪)Group Member(গ্রুপ মেম্বার)= G.M(জি.এম),৫)Group Supporter(গ্রুপ সার্পোটার)= G.S(জি.এস)ইত্যাদি ।
পদোন্নয়ন পদ্ধতিঃ পারফরমেন্স অনুযায়ী গ্রুপ সার্পোটার থেকে শুরু করে,এডমিন,গ্রুপ মেম্বার,টিম লিডার,ব্রাঞ্চ ম্যানেজারসহ গ্রুপ হেড পর্যন্ত পদোন্নয়নের সুযোগ রয়েছে । বাকিগুলো নির্বাচনের মাধ্যমে পদ নির্ধারন করা হয়ে থাকে ।
নির্বাচন পদ্ধতিঃ গ্রুপ হেডদের মধ্য থেকে ভোটাধীকারের ভিত্তিতে ৩ জন যথাক্রমেঃ গ্রুপ চেয়ারম্যান,ম্যানেজিং ডিরেক্টর(এমডি) এবং পরামর্শদাতা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন,যাদের দায়িত্ব-কর্তব্য পালনের সময়সীমা ৫ বছর হয়ে থাকে । অপর দিকে বিভাগীয় প্রধান হিসেবে ৩ জন পত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন,যাদের দায়িত্ব-কর্তব্য পালনের সময়সীমা হয়ে থাকে ৩ বছর মেয়াদি ।
২) আলোচ্য বিষয়ঃ গ্রুপের সদস্য হওয়ার নিয়মাবলী
✅ গ্রুপের সদস্য হওয়ার কিছু পূর্ব শর্ত এবং কিছু ডকুমেন্টস বা সংযুক্তি ও স্বল্প পরিসরে ফি জমাদানের নিয়ম রয়েছে । নিম্নের বর্ণনার মাধ্যমে তা তুলে ধরা হলোঃ-
ক) সদস্য হওয়ার পূর্ব শর্তসমূহঃ
১) সুন্দর চরিত্রের ও মনের অধিকারী হতে হবে।
২) কোন অবৈধ্য কাজ করতে বা অবৈধ্য কাজের সাথে সম্পৃক্ততা থাকতে পারবে না।
৩) গ্রুপের সকল নিয়ম-কানুন(A to Z) মেনে চলতে হবে।
৪) নিয়মিত সঞ্চয়ের টাকা প্রদান করতে হবে।
খ) যেসকল ডকুমেন্টস জমা দিতে হবে বা সংযুক্তিসমূহঃ
১) নিজের জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি।
২) নিজের জম্ম নিবন্ধন এর ফটোকপি।
৩) পিতার জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন এর ফটোকপি।
৪) মাতার জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন এর ফটোকপি।
৫) নিজের পাসর্পোট সাইজের ছবি ২ কপি।
৬) নমিনির পাসর্পোট সাইজের ছবি ২ কপি।
৭) একাডেমিক সার্টিফিকেট যদি থাকে তবে তার ফটোকপি।
৮) চেয়ারম্যান বা কাউনন্সিলর সার্টিফিকেট এর ফটোকপি।
৯) পিতা-মাতা ব্যতিত অন্য কেউ নমিনি হলে, তবে তার জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন এর ফটোকপি।
গ) ফি জমাদানের নিয়মঃ
একজন নতুন সদস্য এড করার জন্য, তার পরিচয় সম্বলিত একটি ফরম পুরন করতে হয় । যার মূল্য ৫০ টাকা এবং সদস্যের সঞ্চয়ের হিসাব রাখার জন্য, একটি সঞ্চয় বই দেওয়া হয় যার মূল্য ১০০ টাকা ।গ্রুপের সদস্য হতে হলে একজন নবাগত সদস্যের বাধ্যতামূলক ভাবে, সর্ব মোট ১৫০ টাকা ফি বাবদ জমা দিতে হয় । ফরমের ৫০ টাকা সদস্যকে ফরম দেওয়ার সময় নেওয়া হয় । আর সঞ্চয় বইয়ের ১০০ টাকা,সদস্য ফরমটি পুরন করে জমা দেওয়ার সময় সদস্যের কাছ থেকে নেওয়া হয় । টাকা পা্ওয়ার পর একাউন্ট তৈরী করা হয়, এবং বইটি ইস্যু করে দু-এক দিনের মধ্যে,অঙ্গীকারনামায় স্বাক্ষর নিয়ে সদস্যকে প্রদান করা হয় । সদস্যের পরিশোধিত এই টাকা যে কাজে লাগে তা নিম্নরুপ ।
ঘ) সদস্যের পরিশোধিত ফি,যে সকল খাতে ব্যয় করা হয় তাহলোঃ এই ১৫০ টাকাকে সমান দুভাগে বিভক্ত করে,১ম অংশ দরিদ্র তহবিলে এবং ২য় অংশ গ্রুপ কল্যান তহবিলে প্রদান করা হয় । এছাড়াও অন্যান্য সকল ফরম,বই ইত্যাদি বিক্রির টাকা এই তহবিলেই প্রদান করা হয় । এবং ব্যবসায় হতে প্রাপ্ত লভ্যাংশের ১০% দান করা হয় এই তহবিল দুটিতে । আর এই তহবিল দ্বারাই মানব সেবামূলক কার্যক্রম করা হয়ে থাকে । দুস্থ এবং অসহায়দের কল্যানার্থে রয়েছে দরিদ্র তহবিল আর গ্রাহক সেবার জন্য রয়েছে গ্রুপ কল্যান তহবিল ।
📞 সদস্য হতে চাইলে ওয়েব পেইজে থাকা, যেকোন একটি নাম্বারে যোগাযোগ করুন ।
৩) আলোচ্য বিষয়ঃ বিভাগ পরিচিতি
বিভাগসমূহ এবং তাদের কাজের বিবরনঃ সংস্থাটিতে ৩টি বিভাগ রয়েছে যা নিম্নরুপঃ-
১) অর্থ বিভাগ (Department Of Finance)
বিবরনঃ অর্থ সংক্রান্ত সকল কাজ এই বিভাগের তত্ত্বাবধানে হয়ে থাকে।বিশেষ করে নিরাপদ সঞ্চয়,বিনা সুদে লোন এবং সার্বক্ষনিক উত্তোলন ব্যবস্থা । বিস্তারিত জানতে
এবং অগ্রাধীকার পেতে যোগাযোগ করুন:- অর্থ বিভাগীয় প্রধান মোঃ রফিকুল ইসলাম ইমন +8801862252787/+8801400894266 এবং সহকারী বিভাগীয় প্রধানঃ N/A এই নাম্বার গুলোতে ।
ক) সঞ্চয় পদ্ধতিঃ প্রতি মাসে নির্ধারিত ৫০০ টাকা করে সঞ্চয় করতে হবে । যা ১০ স্তর বিশিষ্ট নিরাপদ একাউন্ট সিস্টেমের মাধ্যমে সুরক্ষিত । এবং সঞ্চয়ের টাকা ০১ থেকে ২০ তারিখের মধ্যে জমা দিতে হবে । তবে এখানে কোন প্রকারের ফাইন সিস্টেম নেই ।
খ) লোন প্রদান পদ্ধতিঃ কিছু শর্ত ও নিয়মাবলীর মাধ্যমে, বিনা সুদে লোন প্রদান করা হয় । যা নিম্নরুপঃ
লোনের শর্তসমূহঃ-
১) লোনের প্রধান ও পূর্ব শর্তঃ আবেদনকারীকে অবশ্যই গ্রুপের সদস্য হতে হবে ।বহিরাগত কাউকে লোন দেওয়ার বিধান নেই ।তাই অনুগ্রহ করে বহিরাগতরা লোনের আবেদন করা থেকে বিরত থাকুন ।
২) লোনের ২য় শর্তঃ একমাত্র সঞ্চয় জমাকারীকেই লোন দেওয়া হয়,অনুগ্রহ করে বিনা সঞ্চয়ে কেউ লোন চেয়ে নিজে লজ্জিত হবেন না এবং ম্যানেজমেন্টকেও বিরক্ত করবেন না ।
৩) লোনের ৩য় শর্তঃ সঞ্চয়ের পরিমানের উপর নির্ভর করে লোনের পরিমান নিশ্চিত করা হয়।তাই লোন পেতে চাইলে সঞ্চয়কে গুরুত্বের সাথে দেখুন ।
৪) লোনের ৪র্থ শর্তঃ কোন তথ্য গোপন করা জাবে না, সকল তথ্য সঠিক, নির্ভূল ও যথাযথ ভাবে প্রয়োগ করতে হবে ।
৫) লোনের ৫ম শর্তঃ লোনের টাকা অবশ্যই ভালো কোন কাজে লাগাতে হবে, এই টাকা দিয়ে কোন অসৎ বা অবৈধ্য কাজ করা জাবে না ।
৬) লোনের ৬ষ্ঠ শর্তঃ একজন সদস্য একই সাথে, একাধিক লোন নিতে পারবে না ।
৭) লোনের ৭ম শর্তঃ পরিবার থেকে অবশ্যই লোনের জন্য অনুমতি নিতে হবে ।
কিস্তির নিয়মাবলীঃ-
👉 প্রতি মাসের ১ থেকে ২০ তারিখের মধ্যে কিস্তি দিতে হবে ।
👉 কিস্তির টাকা বিলম্বে এক মাসেরটা অন্য মাসে দেওয়া যাবেনা এবং একই সাথে সঞ্চয়ের টাকা জমা দিতে হবে ।
👉 কোন প্রকার সমস্যা হলে, গ্রুপ পরিচালনা কমিটিকে জানাতে হবে ।
👉 কিস্তির টাকা জমা দেওয়ার সময় অবশ্যই কিস্তির বইয়ে এন্ট্রি এবং স্বাক্ষর করিয়ে নিতে হবে ।
👉 সদস্য তার কিস্তির বইটি স্ব-যত্নে রাখবে, হারানোর কারনে হিসাব সংক্রান্ত কোন সমস্যা হলে, তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকিবে না ।
গ) উত্তোলন পদ্ধতিঃ উত্তোলনের নিয়ম মেনে সদস্য যেকোন সময় চাইলে, তার সঞ্চিত অর্থ ও লভ্যাংশের টাকা, উত্তোলন করতে পারবেন । নিয়ম মেনে সার্বক্ষনিক উত্তোলন সুবিধা রয়েছে সংস্থাটিতে ।
# বিঃদ্রঃ লেন-দেনের জন্য রয়েছে মোবাইল ব্যাংকিং সুবিধাঃ 01400-894266 (বিকাশ ও নগদ)
এছাড়াও সংস্থাটিতে রয়েছে অনলাইন সার্ভিস সুবিধা । যার মাধ্যমে গ্রাহক পাবে , একাউন্ট ব্যালেন্স হিস্ট্রি চেক করা,প্রবাসে বসে উত্তোলন করা,যেকোন বিষয়ে অভিযোগ প্রদানসহ আরো বিভিন্ন রকমের সুবিধা ।
এই বিভাগের মূল স্লোগানসমূহঃ-
i) ”নিয়ম মেনে নিব লোন,
রুখবো সকল অনিয়ম”
ii) ”সুদ কে না বলি ”
২) মানব সেবা ও উন্নয়ন বিভাগ (Department Of Human Services & Development)
বিবরনঃ মানব সেবামূলক সকল কার্যক্রম এই বিভাগের তত্ত্বাবধানে হয়ে থাকে ।এই বিভাগটিকে কাজের ধরন অনুযায়ী বিভিন্ন ইউনিট বা টিমে বিভক্ত করা হয়েছে । বিশেষ প্রয়োজনে এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন,বিভাগীয় প্রধান মোহাম্মদ সাদ্দামঃ +8801605805394 এবং সহকারী বিভাগীয় প্রধানঃ N/A এই নাম্বার গুলোতে ।
যেমনঃ ১) ব্লাড ডোনেট ইউনিট:- এই টিমের প্রধান কাজ হলো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা । আপনাদের কখনো রক্তের প্রয়োজন হলে অথবা নিঃস্বার্থ ভাবে স্বেচ্ছায় রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচাতে চাইলে যোগাযোগ করুন,টিম লিডার N/A এবং বিভাগীয় প্রধান মোহাম্মদ সাদ্দামঃ +8801605805394 এই নাম্বারগুলোতে অথবা, এই খানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন☞ https://forms.gle/BvdEvoiyi258jJ4r8 , এছাড়াও ভিজিট করতে পারেন সংস্থাটির ব্লাডব্যাংক পেজঃ https://www.facebook.com/7groupbloodbank
২) চিকিৎসা ব্যয় কালেক্টর ইউনিট:- এই টিমের মূল কাজ হলো দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায়-দুস্থ মানুষের চিকিৎসার জন্য বিভিন্ন মাধ্যম থেকে(যেমনঃমসজিদ,জনবহুল এরিয়া ইত্যাদি থেকে)অর্থ কালেকশন করে তা ঐসকল পরিবারের হাতে তুলে দেওয়া ।
*এই ইউনিটে বর্তমানে টিম লিডার হিসেবে দায়িত্বরত রয়েছেন মোঃ সাহিন হোসেন । যোগাযোগঃ +8801643515082
৩) জরুরী সেবা ইউনিট:- এই টিমের মূলত কাজ হলো জরুরী মুহূর্তে সেবা প্রদান
করা । এই টিমকে সবসময় জরুরী সেবা প্রদানে এলার্ট রাখা হয় ।
৪) মানবিক ইউনিট:- দরিদ্র-অসহায় এবং দুস্থ মানুষকে অর্থ সহায়তা থেকে শুরু করে বিভিন্ন মানব সেবা মূলক কার্যক্রম এই ইউনিট করে থাকে । চাইলে আপনারাও পারেন এই মহৎ কাজে অংশ নিতে । অর্থ সহায়তা পাঠাতে চাইলে পাঠাতে পারেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে । মানব সেবা ও উন্নয়ন বিভাগীয় প্রধান, মোহাম্মদ সাদ্দাম ভাই এর পার্সোনাল মোবাইল ব্যাংকিং নাম্বারগুলো হলোঃ- বিকাশঃ 01605-805394
নগদঃ 01605-805394
রকেটঃ N/A
৫) শিশু শ্রম নিয়ন্ত্রন ও পথ শিশু বিষয়ক ইউনিটঃ এই ইউনিটটি শিশু শ্রম নিয়ন্ত্রনে এবং পথ শিশুদের কেয়ারিং এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে ।
৬) সামাজিক উন্নয়ন ইউনিট:- ঘুনে ধরা সমাজের উন্নয়নে এই ইউনিটটি কাজ করে থাকে । বিশেষ করে যুবসমাজের উন্নয়ন ও অগ্রগতি এবং সামাজিক ব্যাধি রোধের চেষ্টায় নিয়োজিত থাকে । যেমনঃ মাদকাসক্ত যুব সমাজের উন্নয়ন,বাল্যবিবাহ রোধ,বেকারত্ব রোধ,উদ্দ্যোক্তা তৈরী,আত্মকর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে সামাজিক বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অংশগ্রহন, ইত্যাদি বিষয় নিয়ে এই ইউনিট কাজ করে থাকে ।
৭) অন্যান্য ইউনিটসমূহ:- উপরের ইউনিট গুলো ছাড়াও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ইউনিট চালু হতে পারে । তবে বর্তমানে উপরের ছয়টি ইউনিটিই চালু রয়েছে ।
* নোটঃ মানব সেবা ও উন্নয়ন বিভাগের সকল ইউনিট মিলে-মিসে একত্রে যৌথ ভাবে কাজ করে থাকে । এখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বি নয় বরং সবাই সবার জন্য সহায়ক ।
* বিঃদ্রঃ এই ইউনিট গুলোকে পরিচালনা করে থাকেন যথাক্রমে টিম লিডার এবং সহকারী টিম লিডার । আর যেসকল সদস্য টিমের অন্তর্গত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে থাকেন তাদের বলা হয় টিম সহকারী ।অপর দিকে সকল কাজের কেন্দ্রে রয়েছেন বিভাগীয় প্রধান ।
7 Group Friends Circle এর বর্তমান স্বেচ্ছাসেবক টিমঃ https://sites.google.com/view/volunteerteem/home
এই বিভাগের মূল স্লোগানসমূহঃ
# ”জনে জনে বিভেদ ভুলি-মানবতাকে বাঁচিয়ে তুলি”
# ”রক্ত দানে বাঁচুক প্রাণ-হাসুক পরিবার”
# ”রক্ত দিন-জীবন বাঁচান”
৩) ভ্রমন ও বিনোদন বিভাগ (Department Of Tourism & Entertainment)
বিবরনঃ সকল প্রকার ভ্রমন এবং বিনোদন মূলক কার্যক্রম এই বিভাগের তত্ত্বাবধানে হয়ে থাকে । এই বিভাগটিতে রয়েছে বিভাগীয় প্রধান,সহকারী বিভাগীয় প্রধানসহ আরো অনেকে।বিস্তারিত জানতে যোগাযোগ করুন বিভাগীয় প্রধান মোঃ বাদশাঃ +8801311216787/+8801887931134 এবং সহকারী বিভাগীয় প্রধানঃ N/A এই নাম্বার গুলোতে ।
✈️ ভ্রমন পদ্ধতিঃ বছরে দুটি ট্যুর হয়ে থাকে,অর্থাৎ ৬ মাস অন্তর-অন্তর । যার মধ্যে একটি সান্মাষিক(১ম ট্যুর), যাকে বলা হয় আনন্দ ভ্রমন শীত । এবং অপরটি বাৎসরিক বা বার্ষিক(২য় ট্যুর), যাকে বলা হয় আনন্দ ভ্রমন বর্ষা ।
🎸 বিনোদন পদ্ধতিঃ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিভা-প্রতিযোগিতা,স্পোর্টস ইত্যাদি আয়োজনের মধ্য দিয়ে বিনোদন দিয়ে থাকে এই সংস্থাটি। তাছাড়াও পথ শিশুদের নিয়ে বিশেষ-বিশেষ আয়োজনের মধ্য দিয়েও দেওয়া হয বিনোদন ।
☞ বিনোদন পেতে চাইলে ভিজিট করতে পারেন, সংস্থাটির নিজস্ব ফেইজবুক পেজ এবং ইউটিউব চ্যানেল । ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন 👇
ফেইজবুক পেজঃ https://www.facebook.com/7groupfriendscircle
ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/@7groupfriendscircle
☞ বিঃদ্রঃ সংস্থাটির আয়োজিত ট্যুর সকলের জন্য উন্মুক্ত, বহিরাগত কেউ অংশগ্রহন করতে চাইলে করতে পারবেন । আপনাদের অংশগ্রহনই আমাদের কাম্য ।
☞ ট্যুরের বিষয়ে জানতে যোগাযোগ করুন:- বিভাগী প্রধান মোঃ বাদশঃ +8801311216787 অথবা সহকারী বিভাগীয় প্রধানঃ N/A এই নাম্বার গুলোতে ।
☞ অনলাইনে বুকিং দিতে ক্লিক করুনঃ https://forms.gle/UiDjMmwqp8fJErhU8
☞ অনলাইনে বুকিং দিতে পরিশোধ করুন ট্যুর ফি এর ২০%...মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে (আপনার পরিশোধিত টাকা ১০০% নিরাপদে থাকবে)
☞ মোবাইল ব্যাংকিং নাম্বারগুলো হলোঃ 01311-216787 অথবা N/A (বিকাশ ও নগদ)
এই বিভাগের মূল স্লোগানসমূহ হলোঃ
*”জানতে,শিখতে,হাসতে চাই-প্রকৃতিকে দেখতে চাই”
*“প্রকৃতির টানে-ছুটে যাই সব খানে”
৪) আলোচ্য বিষয়ঃ 7 Group Friends Circle- এর উদ্দ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা এর পরিচয় ।
👉 উদ্দ্যোক্তা এবং প্রতিষ্ঠাতার বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুনঃ https://sites.google.com/view/7gfc-establisher/home
৫) আলোচ্য বিষয়ঃ বর্তমান পরিচালনা কমিটি
ক) প্রথম স্টেপঃ ০৫/১১/২০২১ এর নির্বাচনে বিজয়ীদের পরিচয় তুলে ধরা হলোঃ-
ক্রঃনং- ০১
নির্বাচিত পদঃ গ্রুপ চেয়ারম্যান
নির্বাচিত ব্যক্তিঃ আশরাফুল ইসলাম
ক্রঃনং- ০২
নির্বাচিত পদঃ ম্যানেজিং ডিরেক্টর(এমডি)
নির্বাচিত ব্যক্তিঃ মোঃ রফিকুল ইসলাম ইমন
ক্রঃনং- ০৩
নির্বাচিত পদঃ পরামর্শদাতা
নির্বাচিত ব্যক্তিঃ মোঃ বাদশা
গ্রুপ চেয়ারম্যান,ম্যানেজিং ডিরেক্টর(এমডি) এবং পরামর্শদাতার ছবি দেখতে ক্লিক করুনঃ https://sites.google.com/view/firstnode/home
* এই স্টেপের দায়িত্বের সময়সীমা রয়েছেঃ ০৫-১১-২০২৬ পর্যন্ত ।
খ) দ্বিতীয় স্টেপঃ ২১-১০-২০২২ এর নির্বাচনে বিজয়ীদের পরিচয় তুলে ধরা হলোঃ-
ক্রঃনং- ০১
নির্বাচিত বিভাগঃ অর্থ বিভাগ
নির্বাচিত ব্যক্তিঃ মোঃ রফিকুল ইসলাম ইমন
ক্রঃনং- ০২
নির্বাচিত বিভাগঃ মানব সেবা ও উন্নয়ন বিভাগ
নির্বাচিত ব্যক্তিঃ মোঃ মোহাম্মদ সাদ্দাম
ক্রঃনং- ০৩
নির্বাচিত বিভাগঃ ভ্রমন ও বিনোদন বিভাগ
নির্বাচিত ব্যক্তিঃ মোঃ বাদশা
অর্থ বিভাগীয় প্রধান,মানব সেবা ও উন্নয়ন বিভাগীয় প্রধান এবং ভ্রমন ও বিনোদন বিভাগীয় প্রধানের ছবি দেখতে ক্লিক করুনঃ https://sites.google.com/view/secondnode/home
* এই স্টেপের দায়িত্বের সময়সীমা রয়েছেঃ ২১-১০-২০২৫ পর্যন্ত ।
গ) মনোনীত ব্যক্তিগনঃ টিম লিডার এবং ব্রাঞ্চ ম্যানেজারগন,উর্ধতন কর্তৃপক্ষ দ্বারা মনোনীত হয়ে থাকেন ।
i) টিম লিডার গনের পরিচয় তুলে ধরা হলোঃ
ক্রঃনং- ০১
ইউনিট নামঃ ব্লাড ডোনেট ইউনিট
টিম লিডারঃ N/A
ক্রঃনং- ০২
ইউনিট নামঃ চিকিৎসা ব্যয় কালেক্টর ইউনিট
টিম লিডারঃ মোঃ সাহিন হোসেন
ক্রঃনং- ০৩
ইউনিট নামঃ জরুরী সেবা ইউনিট
টিম লিডারঃ N/A
ক্রঃনং- ০৪
ইউনিট নামঃ মানবিক ইউনিট
টিম লিডারঃ N/A
ক্রঃনং- ০৫
ইউনিট নামঃ শিশু শ্রম নিয়ন্ত্রন ও পথ শিশু বিষয়ক ইউনিট
টিম লিডারঃ N/A
ক্রঃনং- ০৬
ইউনিট নামঃ সামাজিক উন্নয়ন ইউনিট
টিম লিডারঃ N/A
সকল টিম লিডারের ছবি দেখতে ক্লিক করুনঃ https://sites.google.com/view/timlidars/home
* এই স্টেপের দায়িত্বের সময়সীমা সুনিদিষ্ট নয় । উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভরশীল ।
ii) ব্রাঞ্চ ম্যানেজার গনের পরিচয় তুলে ধরা হলোঃ
ক্রঃনং- ০১
ব্রাঞ্চ নামঃ বারো-কোয়ার্টার(মেইন ব্রাঞ্চ)
ব্রাঞ্চ কোডঃ 420201
ব্রাঞ্চ ম্যানেজারঃ N/A
ক্রঃনং- ০২
ব্রাঞ্চ নামঃ ওয়্যারলেস
ব্রাঞ্চ কোডঃ 420202
ব্রাঞ্চ ম্যানেজারঃ মোঃ ইমন
ক্রঃনং- ০৩
ব্রাঞ্চ নামঃ ফ্রিপোর্ট
ব্রাঞ্চ কোডঃ 420401
ব্রাঞ্চ ম্যানেজারঃ বাপ্পি খান
সকল ব্রাঞ্চ ম্যানেজারের ছবি দেথতে ক্লিক করুনঃ https://sites.google.com/view/brunchmanager/home
* এই স্টেপের দায়িত্বের সময়সীমা সুনিদিষ্ট নয় । উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভরশীল ।
৬) আলোচ্য বিষয়ঃ 7 Group Friends Circle- এর প্রজেক্টসমূহঃ
প্রজেক্ট-১ঃ- বর্তমানে সংস্থাটির,7 Group Shop নামে একটি প্রজেক্ট রয়েছে । এবং 7 Power নামে একটি নিজস্ব ব্র্যান্ড রয়েছে,যার পরিবেশক হিসেবে রয়েছে 7 Group Enterprise.
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ http://7groupcorporatecom.website3.me
i) 7 Group Shop
https://www.7groupshop.com
Contact No: 01822-117995
Gmail: 7groupcorporate.com@gmail.com
Location: Baro Quarter,Pahartoly,Chittagong.
*শপিং করতে ক্লিক করুন নিচের লিংক গুলোতেঃ
১)https://www.facebook.com/7groupshop
২)https://www.simpleaccountsweb.com/store/7-group-shop-857722
৩)https://sites.google.com/view/7groupshop/home
৪)https://majhi.app/bn/7-group-shop
ii) 7 Group Enterprise(7 Power)
Contact No: 01822-117995
Gmail: 7groupcorporate.com@gmail.com
Location: Baro Quarter,Pahartoly,Chittagong.
বিস্তারিত দেখুনঃ https://www.facebook.com/7groupenterprise
৭) সংস্থাটির যেকোন বিষয়ে পরামর্শ ও অভিযোগ জানাতে ক্লিক করুনঃ https://forms.gle/ngAExcKmYw3u6oBz5
৮) নির্দেশনাঃ গ্রুপের যেকোন ব্যক্তি কোন অবৈধ কাজের সাথে লিপ্ত থাকলে, এবং গ্রুপের আইন অমান্য করে যদি শাস্তি যোগ্য কোন কাজ করে থাকে, তবে তার বিরধ্যে গ্রুপ পরিচালনা কমিটি যেকোন ধরনের আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে । অপর দিকে বহিরাগত যেকেউ যদি গ্রুপের কোনপ্রকারের ক্ষতি করতে চায়, তবে তার বিরধ্যে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে ।
· সংস্থাটির কিছু স্লোগান হলোঃ
১) “কাদে কাদ মিলিয়ে সমতার কাতারে দাঁড়াই-সমাজ থেকে বৈষম্যকে তাড়াই”
২)”হাতে হাত রেখে-এগিয়ে যাই আগামীর দিকে”
· সংস্থাটির মূল স্লোগান হলোঃ ”ভালোর সাথে-আলোর পথে”
Ashraful
Signature Authority
Group Chairman
গ্রুপের যেকোন বিষয়ে জানতে ও পরামর্শ পেতে যোগাযোগ করুন গ্রুপ চেয়ারম্যানঃ +8801965765903/+8801610997922 এই নাম্বারে ।
সবাইকে অসংখ্য “ধন্যবাদ”-ভালো থাকবেন সবাই(আল্লাহ-হাফেজ)