রাজযোগ মেডিটেশন- The Academy For a Better World- Brahma Kumaris Bangladesh- দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড, বাংলাদেশ

রাজযোগ মেডিটেশন- দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড, বাংলাদেশ

প্রাত্যাহিক জীবনে মানুষ আজ নানা মানসিক, দুশ্চিন্তা, ভয়, হতাশা, নিদ্রাহীনতা এবং বহু রোগশোকে জর্জরিত। এর কারণ হলো ব্যক্তিজীবনে মানবীয় মূল্যবোধের পতন, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সচেতনার অভাব। এছাড়াও কাম, ক্রোধ,লোভ, মোহ, অহংকার প্রভৃতি বিকারের দৌরাত্মে মানুষ আজ দিশেহারা।

আধ্যাত্মিক জ্ঞান ও সহজ রাজযোগ মেডিটেশন শিক্ষার স্বারা মানুষের মনে শান্তি, আনন্দ, এবং মানবীয় মূল্যবোধ প্রাপ্তি হয়। এছাড়াও শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। আপনি যদি প্রতিদিন টেনশন্মুক্ত, প্রফুল্লচিত্ত এবং প্রশান্তিতে থাকতে চান- তাহলে রাজযোগের প্রশিক্ষণ নিন। সম্পূর্ণ আত্মিক বিকাশ ও মানবিক কল্যাণের লক্ষ্য সামনে রেখে জনসেবায় নিয়োজিত দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড এ প্রতিদিন সকাল সন্ধ্যা জাতি-ধর্ম-ভাষা, শিক্ষা ও বয়স নির্বিশেষে সকলকে বিনা ফি-তে শিক্ষা দেয়া হয়।

সম্পুর্ণ আত্মিক বিকাশ এবং মানব কল্যাণের লক্ষ্য সামনে রেখে ঢাকায় রাজযোগ মেডিটেশন সেন্টার- "দি একাডেমী ফর এ বেটার ওয়ার্ল্ড, বাংলাদেশ"- (THE ACADEMY FOR A BETTER WORLD, Dhaka , Bangladesh)- এর স্থাপনা হয় ২০০০ সালে। এই অলাভজনক সংস্থার আন্তর্জাতিক হেডকোয়ার্টার ভারতের রাজস্থান মাউন্ট আবুতে অবস্থিত এবং সারা বিশ্বে এটি "প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়" (Prajapita Brahma kumaris Godly University ) নামে পরিচিত। পৃথিবী জুড়ে একশ দশটিরও বেশি দেশে এই প্রতিষ্ঠানের নয় হাজারোর বেশি শাখা প্রশাখা রয়েছে।

এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পাবলিক ইনফরমেশন কর্তৃক স্বীকৃত এবং ইকোসক (ECOSOC) এবং ইউনিসেফ কর্তৃক কন্‌সালটেটিভ স্ট্যাটাস প্রাপ্ত। ওয়ার্ল্ড পিস্‌ মেডাল (World Peace Medal) এবং ইন্টার ন্যাশনাল পিস মেসেঞ্জার এয়াওর্ড সহ বহু পুরস্কারে ভূষিত।

রাজযোগ মেডিটেশন-শিক্ষা লাভে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

আরও যেসব কোর্স পরিচালনা করা হয়: স্ট্রেস ম্যানেজমেন্ট, পজিটিভ থিংকিং, সেলফ ম্যানেজমেন্ট লিডারশীপ, লিভিং ভ্যালুস, উইম্যান এমপাওয়ারমেন্ট এবং ইনার পারসনেলিটি ডেভেলপ্‌মেন্ট ফর ইওথ ইত্যাদি।

সহজ রাজযোগ মেডিটেশন শিক্ষার প্রাথমিক সাতদিনের কোর্স এর সময়সুচি- প্রতি ইংরেজি মাসের ২ এবং ১৬ তারিখ, সন্ধ্যাঃ ৭.৩০ থেকে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত। এছাড়া, দি একাডেমি ফর এ বেটার ওয়ার্ল্ড- এ প্রতিদিন সকাল সন্ধ্যা আধ্যাত্মিক জ্ঞান এবং রাজযোগ মেডিটেশনের ক্লাস হয়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

এছাড়া, দি একাডেমি ফর বেটার ওয়ার্ল্ড- এ প্রতিদিন সকাল সন্ধ্যা আধ্যাত্মিক জ্ঞান এবং রাজযোগ মেডিটেশনের ক্লাস হয়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

রাজযোগ মেডিটেশন - দি একাডেমি ফর এ বেটার ওয়ার্ল্ড

যোগাযোগের ঠিকানাঃ

The Academy for a Better World, Dhaka, Bangladesh

ঢাকাঃ

১২ কে এম দাশ লেন, ঢাকা ,টিকাটুলি,বাংলাদেশ ।

সেন্ট্রাল মহিলা কলেজের বিপরীতে, ভোলাগিরি আশ্রমের সন্নিকটে।

ফোন নংঃ 0175-956163, 01721-812930,

E-mail : bkdhaka@yahoo.co.uk

চট্টগ্রামঃ

The Academy for a Better World, Chittagong, Bangladesh

এ.সি.আর্কেড ( ৪র্থ তলা) ৫৯/৬২, নবাব সিরাজউদ্দৌলা রোড, সাব-এরিয়া (দত্ত সুইটসের এর পাশে পুলের উপর দশ তলা বিল্ডিং)

দেওয়ান বাজার, চট্টগ্রাম।

মোবাইলঃ 01920- 983131, 01842- 690586

ঢাকা ম্যাপঃ

চট্টগ্রামে দি একাডেমি ফর এ বেটার ওয়ার্ল্ডের অবস্থানঃ

#the_academy_for_a_better_world_dhaka_bangladesh

#bramha_kumaris_in_bangladesh

#brahma_kumari_bangla

#ব্রহ্ম_কুমারী

#প্রজাপিতা_ব্রহ্মা_ কুমারী_ঈশ্বরীয়_বিশ্ববিদ্যালয়

#রাজযোগ_মেডিটেশন