HSC ICT.

প্রিয়  ফল প্রত্যাশী বন্ধুরা,

ভবিষ্যত পৃথিবীর কথা চিন্তা করলে পাঠ্য সূচিতে ICT’র মতো বিষয়কে অন্তর্ভুক্ত রাখা একটি প্রসংশনীয় উদ্যোগ। কিন্তু বিষয়টি নিয়ে তোমাদের অনেকের মধ্যেই এক প্রকার ভীতি কাজ করে। অনেকেই বোর্ড পরীক্ষা বা ভর্তি পরীক্ষাতে অন্য বিষয়ের মতো ICT-তে ভালো করতে পারো না। অনেকেই আবার স্বপ্ন দেখো, Software Engineer বা Web Developer হবে, কেউবা আবার স্বপ্ন দেখো IT Professional হবার! যাই হতে চাও না কেন এক মাত্র যথার্থ দিকনির্দেশনা ও প্রত্যহ অনুশীলনই তোমার সে স্বপ্ন যাত্রার সহায়ক হবে। 

 

মনে রাখবে, বোর্ড পরীক্ষার পর থেকেই মূলত কলেজ জীবন শুরু। যেখানে HSC এর শিক্ষাবর্ষ দুই বছর বলা হলেও মূলত প্রস্তুতির জন্য ১৮ মাস সময় পাওয়া যায়। এজন্য সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অন্যদের চেয়ে এগিয়ে থাকাই হবে বুদ্ধিমানের কাজ।

►কোর্স ফি: ৩,৫০০/-

►কোর্স বিবরণী:

►শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য সেবাসমূহ:

►ক্লাসের সময়সূচি:    ( COLLECT AFTER YOUR ADMISSOIN )

ICT FREE CONTENTS  FOR YOU