প্রেম কেন এমন হয় বলতে পারেন কি?


MY ANOTHER SITE.

ভালবাসার প্রথম চুম্বন আজও আমাকে একা পেলে কাঁদায় কেন. তোমার কি মনে পড়েনা সে দিন গুলো কত সুখ দুঃখ জড়ানো কিভাবে ভুলে গেলে তুমি? মনে আছে কি সেই প্রথম দেখা কৃষ্ণাচূড়া গাছের নিচে, দাড়িয়ে ছিলাম আমি. তুমি আমাকে ডাঁক দিয়ে আমার নাম ঠিকানা জানলে. তোমার নিজের পরিচয় দিলে. আমাকে ভালবাসার পথে আহবান করলে. তোমার সেই কাঁপা কন্ঠে বলা- আমি তোমায় ভালবাসি.... এ কথা যেন আজও আমার কানে শুনতে পাই. মনে আছে তেতুল গাছের নিচে দাড়িয়ে  সেই প্রথম চুম্বন. আজও তেতুল তলে গেলে আমার চোখের সামনে সেই দৃর্শ্য দেখি, মনে হয় আমি তুমি ঐখানে.

শুরু করার সময় বলে তোমাকে ছাড়া আমি বাছবনা!

আর শেষে দেখা যায় সবই বালির দেওয়াল ছাড়া কিছুই না.বাতাস আসার আগেই উড়ে যায়. কেন এমন  হয়?

প্রেমতো বয়ে আনে সুখ এবং প্রেমেই বয়ে আনে দুঃখ. অন্তরের অশ্রুতে ভীজে গেছে এই মন দক্ষিনা বাতাসে লাগে বড় নিঃশঙ্গ. মনে হয় যেন একাকি এই পৃথীবিতে আছি শুধু আমি. আর নিরবতা.

চোখের সামনে শুধু ধু ধু অন্ধকার খুজে পাইনি নিজের ঠিকানা! আসলে কোথায় আছি সেটাই জানিনা. এটা কি বাস্তব নাকি কোন কল্পনা গভীর ঘুমের? আমি নিজেই তো বুঝিনা! অনুভবে আছে কিছু সিহরণ আনমনে ভাবে তোমায় সারাক্ষন কে তুমি? বলতো. অন্তরে এমন ভাবে করছো তুমি বসত পারিনা তাড়াতে, পারিনা ভুলিতে. তবে কি করে হবে তোমার পরাজয়!!! আমি তো হারতে চাইনা তোমার কাছে, চইনি করূনা তোমার কাছে. চেয়েছি শুধু হারাতে অন্তরের মোহণায়!  যদি তাই হয় অপরাদ, তবে এসে ছিলে কেন আমার জীবনে বেসেছিলে ভাল, ডেকেছিলে কাছে!!

আজ আমাকে ভুলে গিয়ে আছ তুমি অন্তহীন সুখে. এরই নাম যদি ভালবাসা হয়, তবে এত পথিক কেন এ পথে রয়?

 ভালবাসা যদি এমন হয় তবে সেটাতো ভালবাসা নয়.

যদি এ কথা ও মিথ্যে হয়, লাইলি মজণু এবং শিরিন পরহাদ এর কাহিনি আজও কেন পৃথিবীতে রয়.

ভাল আমি বাসতে গিয়ে পেয়েছি কাঁটার মালা

কাছা কাছি থাকতে গিয়ে হয়েছি পথের কাঁটা.

স্বপ্নময়ি স্বপ্ন দেখ এখন নতুন করে, আমায় দেখলেই রাগে তার মাথায় পাগল উঠে!!  আমি নাকি অতি বোকা বুঝিনা কিছুই,

আমার সাথে প্রেম করে হয়না লাভ হয়নি কিছুই!

দুদিনের ভালবাসা দুদিন পরেই শেষ, পারিস না কেন ভুলে যেতে সেই পুরানো রের্ষ.

হায়রে আমার ভালবাসা হায়রে আমার প্রেম

আলোহীন এ অন্ধ জীবন অযথা করে জ্বালাতন. 

অন্ধ মানুষ ছুটে যায় অন্ধপ্রেমের কাছে সেখঅনে গিয়ে কি আর সুখি হতে পারে.?

অন্ধ প্রেমে দিশেহারা কত জীবন,                           

        সিমাহীন সুখের সন্ধানে মেতে আছে কত জীবন

ভেঁসে  যেতে চায়যে সবাই

চঁকে বাঁধা জীবনের ও পারে           

অন্ধ প্রেম.  

সব অন্তরে এভাবেই বেঁচে  রয়

অন্ধ প্রেম.

সব অন্তরে এভাবেই বেঁচে  রয়

অন্ধ প্রেম.

 মনে পরে সেই বৃর্ষ্টি ভেজা দুপুরে দাড়িয়ে ছিলে জানালার দ্বারে.

চুল গুলো তোমার উড়ছিল বাতাসে,

তাকিয়ে ছিলে আকাশের পানে.

নয়নে ছিল দুষ্ট এক গভীর চাহনী

ঠোটের কোনে একটু মিষ্টি হাসিঁ